নিশঙ্কা খেলেছেন ৪৪ বলে দারুণ ৬৮ রানের ইনিংস, যেখানে ছিল ৭ চার ও ২ ছক্কার মার। তার ব্যাটে ভর করেই শ্রীলঙ্কা একসময় ১৫ ওভারে ১১৯/২—ম্যাচ তখন একতরফাই মনে হচ্ছিল। কিন্তু পরের ওভারেই নিশঙ্কা আউট হলে হঠাৎই ধস নামে লঙ্কান শিবিরে। দ্রুত আরও তিন উইকেট হারিয়ে স্কোর হয়ে যায় ১২৭/৬।সুপার ফোরে এক পা লঙ্কানদেরইসরায়েলের অব্যাহত ও তীব্র হামলার কারণে গাজা শহর থেকে অন্তত ৩ লাখ মানুষ সরে গেছে। ইসরায়েলের আর্মি রেডিও রোববার নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, উত্তর গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৮ জন নিহত ও ৩৪৬ জন আহত হয়েছে। হামলায় গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়সহ একাধিক বহুতল ভবন ধ্বংস হয়, যেখানে বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিল। ইসরায়েল দাবি করছে, এগুলো হামাস গোয়েন্দা তৎপরতায় ব্যবহৃত হচ্ছিল।ইসরায়েল জানিয়েছে, তারা গাজা শহর দখলের পরিকল্পনা করছে। উদ্দেশ্য হচ্ছে হামাসকে ভেঙে দেওয়া ও আটক প্রায় ৫০ জন জিম্মিকে মুক্ত করা।এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রবিবার জেরুজালেমে পৌঁছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রুবিও বলেছেন, কাতারে ইসরায়েলি হামলায় প্রেসিডেন্ট ট্রাম্প খুশি নন, তবে এ কারণে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক বদলাবে না। যুদ্ধবিরতির ওপর কী প্রভাব পড়বে, তা নিয়ে দুই দেশের আলোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।মৃত্যুমুখে গাজা ছাড়ছে লক্ষাধিক মানুষকাতার হামলা নিয়ে নেতানিয়াহুর স
40